তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। এক যুগের বেশি সময় ধরে তাদের পথচলা। যদিও শূন্য দশকের মাঝামাঝি সময় থেকেই সংগীত নিয়ে চর্চা করে আসছিলেন ব্যান্ডটির সদস্যরা। ২০০৯ সালে আত্মপ্রকাশের পর এ পর্যন্ত বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে এ ব্যান্ড। অ্যালবাম ও সিঙ্গেলসের পাশাপাশি কনসার্টে অনেক বেশি নিয়মিত ছিল ‘অ্যাশেজ’। কিন্তু করোনা মহামারির কারণে গত প্রায় দুই বছর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। যার ফলে অন্য সব ব্যান্ডের মতো অ্যাশেজকেও স্টেজ থেকে দূরে থাকতে হয়েছে। অবশেষে অতিমারির ধাক্কা সামলে আবারও কনসার্টে ফিরেছে ব্যান্ডটি। ফিরেই ব্যস্ততায় ডুব দিয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় কনসার্টের ব্যাপারে আলাপ হয়ে গেছে। যার মধ্যে অনেকগুলো শো চূড়ান্ত। গত মাসেই কনসার্টে ফিরেছে ‘অ্যাশেজ’। ময়ময়নসিংহের আনন্দমোহন কলেজ এবং টাউনহলে দুটি কনসার্ট সম্পন্ন করেছেন তারা। চলতি মাসেও তাদেরকে বেশ কয়েকটি জেলায় ছুটতে হবে গিটার, ড্রামস ও কীবোর্ড নিয়ে।