কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের দুইটি সেলস এন্ড ডিসপ্লে সেন্টার আরও সুবিশাল পরিসরে বন্দর নগরী চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এমপি এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহাবুবুল আলম ও গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম, পরিচালক নূরুল আজিম সানি, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন এবং এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ীগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নগরীর প্রবেশদ্বার সিটি গেইট এবং নগরীর ব্যস্ততম ইপিজেড এলাকায় শো-রুম দুটির দ্বার উন্মুক্ত করা হয়।
উদ্বোধনকালে অতিথিবৃন্দ বলেন, দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে দেশের ইলেক্ট্রনিঙ ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সাথে পূরণ করছে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য। গ্রী ব্র্যান্ড দেশে এয়ার কন্ডিশনার চাহিদার প্রায় ৬০ শতাংশ, কনকা ব্র্যান্ড রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি চাহিদার ৩০ শতাংশ এবং হাইকো ব্র্যান্ডের পণ্য ইলেক্ট্রনিঙ ও হোম এ্যাপল্যায়েন্স চাহিদার ৫ শতাংশ দখল করে আছে। এছাড়া কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ঠ্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরিবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। প্রেস বিজ্ঞপ্তি।