কনকর্ড ও চবি এমবিএ অ্যাসোসিয়েশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৪:২৪ অপরাহ্ণ

কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ অ্যাসোসিয়েশনের সকল সদস্য বিশেষ সুবিধা ভোগের সুযোগ পাবেন।

চট্টগ্রামে ফয়’স লেক কমপ্লেক্স ও ঢাকায় ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে প্রবেশ এবং সকল রাইড উপভোগ করতে পারবেন বিশেষ মূল্যছাড়ে।

এছাড়াও ফয়’স লেক রিসোর্ট ও আটলান্টিস রির্সোটে ও থাকছে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা। এই সুবিধাগুলো শুধুমাত্র অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যদের জন্য প্রযোজ্য হবে, যা তাদের বিনোদনমূলক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে প্রশাসনের অভিযান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আওয়ামী লীগ নেতা সে‌লিম গ্রেফতার