কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ছাত্রীদের পাঠাভ্যাস ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা সম্প্রতি শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সঞ্চালনায় ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আজগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক এবং প্রকাশ কুমার ঘোষ প্রমুখ।
আলোচকরা বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নারী শিক্ষা অত্যাবশ্যক। নারীদের যতবেশি সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারব দেশ ততবেশী মর্যাদাবান হবে। শিক্ষা নারীর আত্ম–সম্মান বৃদ্ধি করে এবং তাদের সমাজে বিভিন্ন সমস্যার সমাধানে জীবন নির্ধারণমূলক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নারী শিক্ষা সমাজে কুসংস্কার ও লিঙ্গ বৈষম্য দূর করতে সহায়ক। নারী শিক্ষা নারীর কর্মসংস্থান বৃদ্ধি করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সংগীত আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় ছিলেন ছাত্রী নাফিজা সুলতানা রাইসা, দীঘি চৌধুরী, ইসরাত জাহান, সৃষ্টি চৌধুরী, মিথিলা শীল, পূজা দাশ, স্নেহা চৌধুরী, মীম আক্তার, অর্পা দে ও মাহিন আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।