রাউজানের কদলপুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেছেন, বসন্ত আমাদের জাতীয় জীবনে শিহরণ জাগায়, এই বসন্তে গ্রামবাংলার ঘরে ঘরে থাকে পিঠাপুলির উৎসব। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাচ্যত্যের সংস্কৃতি চর্চা বর্জন করে আমাদের জাতীয় সংস্কৃতিকে উজ্জীবিত করে রাখার উদ্যোগ প্রশংসনীয়।
গতকাল প্রতিষ্ঠানের মাঠে দিনব্যাপী আয়োজিত এই উৎসবের আলোচনা মঞ্চে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক। সহকারী প্রধান শিক্ষক সুমন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. জয়িতা বসু, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যানি বড়ুয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক আশুতোষ বড়ুয়া, নজরুল ইসলাম, কাজী গিয়াস উদ্দিন, সেলিম উদ্দিন, আবদুল মান্নান প্রমুখ। উৎসবে শিক্ষার্থীদের ২০ টি স্টল স্থান পায়। সব স্টলে ছিল নানা স্বাদের পিঠা পুলি। অনুষ্ঠান শেষে সেরা স্টলকে পুরস্কৃত করা হয়।