কদলপুর গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে ইউএনও

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:২৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেছেন, রাউজানের শিশুরা শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকবে না। সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাউজানের সাংসদ নিরলসভাবে কাজ করছেন। কদলপুর গুচ্ছগ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এই প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
গত ৫ অক্টোবর ইউএনও গুচ্ছ গ্রাম ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সেখানে সড়ক পাশে তালগাছের বীজ রোপণ করেন তিনি। গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারসমূহের সাথে কথা বলে সুপেয় পানি ও বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পরিবার পরিকল্পা কর্মকর্তা লিকসন চৌধুরী, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী ও ইউপি সদস্য কমল চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধফিশিং ট্রলারে বাড়ছে রোহিঙ্গা মাঝিমাল্লা