কদমতলী রেলক্রসিংয়ে ট্রেন যাওয়ার সময় বিদ্যমান সড়কের দুই লেনের উভয় পাশে থাকা দুটি গেটের মধ্যে প্রত্যেক পাশে মাত্র একটি করে গেট বন্ধ করা হয়। এতে করে গাড়ির চালকরা উল্টোপথে অর্থাৎ দ্বিতীয় লেনে চলে আসেন। আর সৃষ্টি হয় যানজট। রেলগেট মাত্র কয়েক মিনিট বন্ধ থাকলেও সেখানে সৃষ্ট যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় মানুষকে। বিশেষ করে পর পর কয়েকটি ট্রেনের আসা-যাওয়ার সময় এ যানজট ব্যাপক আকার ধারণ করে যা একেবারে অসহনীয়। দেখা গেছে, দুই লেন সড়কের উভয় পাশের দুই লেনেই গেট রয়েছে। কিন্তু বন্ধ করা হয় উভয় পাশে মাত্র একটি করে গেট। ট্রেন আসার সময় একটি গেট বন্ধ করা হলে দেখা যায় চলন্ত গাড়িগুলো দ্রুত পার হতে অপর লেনে চলে যায় এবং বিনা বাধায় অনেক সময় ঝুঁকি নিয়েও ক্রসিং পার হয়। অথচ মাত্র কয়েক মিনিট গেট বন্ধ থাকলে ট্রেন চলে গেলে আটকে পড়া গাড়িগুলো শৃঙ্খলাবদ্ধ থাকলে অনায়াসে চলে যেতে পারে। কিন্তু বিশৃঙ্খলভাবে অপর লেন দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে ক্রসিং পার হতে গিয়ে ঘটাচ্ছে যত বিপত্তি। সৃষ্টি হচ্ছে যানজট। এবং এ জটে মানুষের কর্মঘণ্টা নষ্টই হয়ে যাচ্ছে। এমন চিত্র প্রতিদিনের। এমতাবস্থার অবসান ঘটাতে রেল কর্তৃপক্ষকেই নিতে হবে সঠিক পদক্ষেপ। সড়কের উভয়পাশে থাকা দুটি লেনের দুটি গেটই বন্ধ করতে হবে। যাতে গাড়িগুলো মাত্র কয়েকটি মিনিট অপেক্ষা করে সুশৃঙ্খলভাবে ক্রসিং পার হতে পারে। যেন অহেতুক যানজট সৃষ্টি না হয়।
-জসীম সিদ্দিকী, গণমাধ্যমকর্মী