কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল, ক্বিরাত, হামদ, নাত প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন আশরাফুল আলম আরজু। প্রধান বক্তা ছিলেন নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন আজিম শরীফ-রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল, সমাজ সেবক মোখতার হোসেন, মো. মহিউদ্দিন শাহ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, রুবেল বড়ুয়া, মো. শাহজাহান, মো. তসলিম প্রমুখ। ক্বিরাত, হামদ, নাত প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সোলেয়ামান। প্রেস বিজ্ঞপ্তি।