মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক প্রকল্পের আওতায় নির্মিত কথক থিয়েটার প্রযোজিত ‘বিষয়টি অরাজনৈতিক’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী গতকাল ২৮ ডিসেম্বর পাহাড়তলী শেখ রাসেল পার্ক মুক্তমঞ্চে মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা, নৈরাজ্য ও অপরাজনীতির যাঁতাকলে পিষ্ট সাধারণ জনগণের যন্ত্রণা, ক্ষোভ ও উগ্রবাদের উত্থানের বিষয়কে উপজীব্য করে নির্মিত নাটকটি রচনা করেছেন উত্তম বিশ্বাস ও নির্দেশনা দিয়েছেন জয় প্রকাশ চৌধুরী। এতে অভিনয় করেছেন, তাজ হোসেন রাফিদ, নিউটন দত্ত, সুব্রত পাল, ওবায়দুল হক সাগর, সৈকত নাথ, বাপ্পী বড়ুয়া, মুহাম্মদ শাহ্ আলম, উত্তম বিশ্বাস ও জয় প্রকাশ চৌধুরী।
নাটকের মঞ্চ পরিকল্পনায় ছিলেন সুশান্ত কুমার সেন।
কথক থিয়েটার সদস্য পিউ সরকার সঞ্চালিত অনুষ্ঠানে নাটকের শুরুতে গান পরিবেশন করেন তরী সেন।