কণ্ঠনীড় একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে গত ১৪ নভেম্বর এম এম আলী সড়কের গ্যালারি অংকন মিলনায়তনে। অনুষ্ঠানে ছিল কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা এবং স্মৃতিচারণ। শুরুতে কণ্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগর অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শাহ আলম, চারুশিল্পী ও প্রশিক্ষক সনজিত রায়, আবৃত্তিশিল্পী প্রবীর পাল এবং সাইফুর রহমান। কবিতা পাঠ করেন তাজুল ইসলাম ও কানিজ ফাতেমা হীরা ও আবৃত্তিশিল্পী রুনা চৌধুরী। ব্যক্তিগত অনুভূতি তুলে ধরেন জেডি রাসেল ও যহির রায়হান। সঙ্গীত পরিবেশন করেন রাইসুল ইসলাম।
কেক কেটে কণ্ঠনীড়ের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শেষে সদস্যরা গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সদ্য সাবেক সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা হীরাকে আহ্বায়ক এবং সদ্য সাবেক সহ–সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











