স্বাধীনতা দিবস উপলক্ষে কণ্ঠনীড় আয়োজন করে ‘আমার স্বপ্ন, আমার স্বাধীনতা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের। কণ্ঠনীড়ের নিজস্ব মিলয়তানে গত ৩১ মার্চ শুরু হওয়া অনুষ্ঠানে ছিল কথামালা, কবিকণ্ঠে কবিতাপাঠ, একক ও দলীয় আবৃত্তি।
কণ্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে কথামালায় অংশ নেন কবি হোসাইন কবির, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। কবিতা পাঠ করে শোনান কবি নবারুন কান্তি বড়ুয়া ও প্রতিমা দাশ।কথমালার পর শুরু হয় আবৃত্তি পরিবেশনা। পরিবেশিত হয় একক, দলীয় ও আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের আবৃত্তি। কণ্ঠনীড়ের শিশু বিভাগের জয় বড়ুয়া, নির্ঝর তালুকদার, অরণ্য বড়ুয়া ও সমৃদ্ধ বড়ুয়া দিপ্র, কণ্ঠনীড়ের তাজুল ইসলাম, কানিজ ফাতেমা, সাইদুল রাকিব, শামিমা আক্তার, শারিয়া চৌধুরী ও বিবি ফাতিহা আজমাইন। আমিন্ত্রত হিসেবে আবৃত্তি পরিবেশন করেন হাসান জাহাঙ্গীর, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র, মাহবুবুর রহমান মাহফুজ, তাসকিয়াতুন নুর তানিয়া, এটিএম সাইফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।