কঠোরভাবে বিধি-নিষেধ প্রতিপালন করুন

পুলিশ সদস্যদের প্রতি সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

সরকার ঘোষিত বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বিধি-নিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার পাশাপাশি জরুরি প্রয়োজনে বাইরে বের হলে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল আজাদীর সাথে আলাপকালে সিএমপি কমিশনার বলেন, সরকারি প্রজ্ঞাপনে যে নির্দেশাবলী আছে, তা নগরবাসী পালন করছে কিনা মনিটরিং করা হবে। প্রজ্ঞাপনে জরুরি যেসব সেবার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই চলাচলের সময় স্ব স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে। আমরা অবশ্যই তাদের সহযোগিতা করবো।
ঘরের বাইরে না বেরোলে বাজার কীভাবে করবে বা হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, আমরা বলতে চাইছি নির্দিষ্ট কারণ দেখাতে হবে। বাজার করা, খাবার কেনা এসব হলো প্রয়োজন। এ প্রয়োজনে পুলিশ অবশ্যই সহযোগিতা করবে। কিন্তু অহেতুক বাড়ির বাইরে বের হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর বিষয়ে আমরা নিষেধ করছি। এক্ষেত্রে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনগত বিষয়টি মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক করা হবে।
প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধি-নিষেধ বলবৎ থাকবে জানিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এই বিধি-নিষেধের আওতায় বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। বন্ধ থাকবে শপিং মল ও মার্কেট। তবে কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
একইসঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে। কাঁচা বাজার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা স্থানে বসতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে কেনা বেচা হবে। অতি জরুরি প্রয়োজন (ওষুধ, চিকিৎসা, নিত্যপ্রয়োজনীয়, দাফন, সৎকার) ব্যতীত বাড়ির বাইরে যাওয়া যাবে না। খাবারের দোকান হোটেল রেস্তোরাঁ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন পরীক্ষা চালু
পরবর্তী নিবন্ধরোববারও ব্যাংক বন্ধ সোমবার থেকে ১০টা- দেড়টা লেনদেন