‘কঠোর লকডাউনে’ সিনেমা হল শুটিং বন্ধ

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ দেশের সব সিনেমা হল বন্ধ রাখবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি; সরকারি সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় রেখে এ সময় চলচ্চিত্র ও টিভি নাটকের দৃশ্যধারণও বন্ধ থাকবে বলে জানান প্রযোজকরা। খবর বিডিনিউজের।
কঠোর লকডাউনে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । দেশে চলমান এক সপ্তাহের লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল, চলচ্চিত্র ও টিভি নাটকের দৃশ্যধারণ চললেও ‘কঠোর লকডাউনে’ সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজকে জানান প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন। লকডাউনের বিধি মেনে এক সপ্তাহের জন্য চলচ্চিত্র ও টিভি নাটকের দৃশ্যধারণও বন্ধ রাখা হবে বলে জানান চলচ্চিত্রের প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর সভাপতি ইরেশ যাকের। শনিবার মিয়া আলাউদ্দিন বলেন, চলমান লকডাউনে ২৫টির মতো সিনেমা হল বাদে বেশিরভাগই বন্ধ আছে। সাত জেলার জেলা প্রশাসকরা হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। কঠোর লকডাউনে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে সব হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি আমরা। খোরশেদ আলম খসরু বলেন, কঠোর লকডাউনে চলচ্চিত্রের দৃশ্যধারণ কোনোভাবেই করা সম্ভব না। শুটিং বন্ধ থাকবে। কঠোর লকডাউনের নিয়ম মেনে সাংগঠনিকভাবে নির্মাতা-অভিনয়শিল্পী ও কলাকুশলীদের শুটিং না করার নির্দেশনা দেওয়া হবে বলে জানান ইরেশ যাকের।

পূর্ববর্তী নিবন্ধকেমন আছেন সুজন সখী?
পরবর্তী নিবন্ধক্যারিয়ারের সেরা আয় ধানুষের