কখনো পুলিশ, কখনো সাংবাদিক !

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

ডিবি পুলিশ পরিচয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ান তিনি। প্রতারণার ফাঁদ পেতে আদায় করেন অর্থ। আবার পুলিশের হাত থেকে বাঁচতে পরিচয় পাল্টে হয়ে যান সাংবাদিক ! সিএমপির কোতোয়ালী থানা পুলিশ গতকাল ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে নুরুল আবছার (৪৭) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী ও রাউজান থানায় দুটি মামলা রয়েছে।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন আজাদীকে বলেন, আবছার নগরীর বিভিন্ন স্থানে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। তার টার্গেট মত লোক পেলেই ডিবি পরিচয়ে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে সে পুলিশের কাছে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।
আবছার গত ২৬ নভেম্বর শুক্রবার সকাল ৯টার দিকে নগরীর ওয়াসা মোড়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে সিএনজি টেক্সির এক যাত্রী থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুর রহমান কোতোয়ালী থানায় একটি মামলা করেন। মামলার উদ্ধৃতি দিয়ে ওসি নেজাম বলেন, অস্পষ্ট একটি আইডি কার্ড দেখিয়ে সাইফুরকে সিএনজি টেক্সি থেকে নামতে বলেছিলেন আবছার। এসময় আবছার তাকে মারধরের ভয় দেখিয়ে নগদ আট হাজার টাকা ও একটি স্যামস্যাং নোট-৮ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। অভিযান পরিচালনাকারী কোতোয়ালী থানার এসআই নয়ন বড়ুয়া আজাদীকে বলেন, আবছারকে ধরার পর সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ‘ভয়েস সিটিজি’ নামে একটি কথিত অনলাইন পত্রিকার আইডি কার্ড দেখায়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের কথা স্বীকার করে।

পূর্ববর্তী নিবন্ধনৌকা ১৭, বিদ্রোহী ও স্বতন্ত্র ১৫
পরবর্তী নিবন্ধট্রেনে ফেলে যাওয়া ব্যাগ ফিরে পেলেন যাত্রী