মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কক্সবাজার সাগরপাড়ের তারকা মানের হোটেল সায়মন বীচ রিসোর্টে ‘বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। আজ বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে কর্নারটির অস্থায়ী প্রদর্শনীর উদ্বোধন করেন সায়মনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান।
১৯৬৯ সালে হোটেল সায়মনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে আয়োজিত ‘ক্যান্ডেল লাইট ডিনার বা মোমবাতি জ্বালিয়ে নৈশভোজের ছবি ও ওই সময়ে সৈকত এলাকা পরির্দশনের ছবিসহ একাধিক ছবি প্রদর্শনের জন্য বঙ্গবন্ধু কর্ণারে উপস্থাপন করা হয়েছে।
বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনকালে সায়মনের এমডি মাহবুবুর রহমান বলেন, ষাটের দশকে কক্সবাজারে পর্যটন সেবায় পথচলা শুরু করে হোটের সায়মন। চট্টগ্রামের ব্যবসায়ী ইন্জিনিয়ার মোশারফ হোসেনের এ উদ্যোগককে সাধুবাদ জানিয়েছিলেন বাংলাদেশ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সময়ে তিনি যখনি কক্সবাজারে এসেছেন তখনি বাহারছড়ার ঝাউতলাস্থ হোটের সায়মনে অবস্থান করেছেন। সে সূত্রে বঙ্গবন্ধু এবং হোটেল সায়মন একে অপরের পরিপূরক।
বঙ্গবন্ধুর পর তাঁর দুই মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহেনাও আমাদের (সায়মনের) অতিথি হয়ে এসেছেন। তাই বঙ্গবন্ধু পরিবার হোটেল সায়মনের অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরও বলেন, হোটেল সায়মনে বঙ্গবন্ধুর জন্য আয়োজিত ক্যান্ডেল লাইট ডিনারই ইন্জিনিয়ার মোশারাফ হোসেনের রাজনীতির সুঁতিকাগার। বঙ্গবন্ধুর আর্দশে উজ্জ¦ীবিত হয়ে দীর্ঘ ৫০বছরের পথচলায় এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নানা পদে অদিষ্ট হয়ে দেশের সেবা করেছেন সায়মনের স্বত্বাধিকারী মোশারাফ হোসেন।
সেই ষাটের দশকের ধারবাহিকতায় আমরা কক্সবাজারকে বিশ্ব পর্যটনের সাথে সংযুক্ত করতে সৈকতের কলাতলী পয়েন্টে ৬ বছর আগে পাঁচতারকা মানের সায়মন বীচ রিসোর্টের যাত্রা করি। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে সোনার বাংলার প্রতিষ্ঠায় উন্নত পর্যটন শিল্প বিকাশে সায়মন পরিবার কাজ করে যাবে।
তিনি জানান, বাহারছড়া ঝাউতলাস্থ পূরোনো সায়মন এরিয়ায নবনির্মিত সায়মন হেরিটেজ ভবন এলাকায় একটি স্থায়ী অত্যাধুনিক ‘বঙ্গবন্ধু কর্ণার’ নির্মাধীন রয়েছে। সেখানে বঙ্গবন্ধুর সায়মনে অবস্থানকালীব সময়সহ কিছু দূর্লভ আলোকচিত্র স্থাপন করে পর্যটক ও পরবর্তী প্রজন্মের জন্য উন্মুক্ত করা হবে।
বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে সাময়ন বীচ রিসোর্টের ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইন্জিনিয়ার মোশারাফ হোসনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে এতিমদের মাঝে খাদ্যা বিতরণ করা হয়েছে। এছাড়াও সায়মন বীচ রিসোর্টে উদ্বোধন হওয়া বঙ্গবন্ধু কর্ণারটি (অস্থায়ী) পর্যটকসহ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।