কক্সবাজার বিমান ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে যে তরুণের মৃত্যু হয়েছে, তিনি বিমানবাহিনীর গুলিতে মারা যাননি বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভাষ্য। গতকাল সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, একটি কুচক্রী মহল বিমানবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে উক্ত যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়।
এর আগে দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় স্থানীয়রা বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সে সময় ঢিল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে গুলিও ছোড়া হয়। আইএসপিআর তখন এক সংক্ষিপ্ত বার্তায় বলে, বিমানবাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। খবর বিডিনিউজের।
শিহাব বিমানবাহিনীর গুলিতে নিহত হননি দাবি করে আইএসপিআর বলেছে, গুলির খোসার ছবি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, উক্ত খোসাটি ফাঁকা গুলির (Blank Cartridge) যা প্রাণঘাতী নয় এবং শুধুমাত্র শব্দ তৈরি করে। যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।