পর্যটন নগরী কক্সবাজারের সুদৃশ্য মেরিন ড্রাইভ ধরে ২০০ কিলোমিটার দূরত্বের দেশের দীর্ঘতম আলট্রা–ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ‘সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ দৌড় প্রতিযোগিতা হয়। ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ইভেন্টটি আয়োজন করে। আয়োজকদের প্রধান সমন্বয়কারী সুফি মোহাম্মদ সেলিম রেজা জানান, পরিচ্ছন্ন উপকূলের পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ দায়িত্বশীল পর্যটন চর্চার বার্তা ছড়িয়ে দেওয়াই এই ইভেন্টের উদ্দেশ্য। এই ইভেন্টের মাধ্যমে দেশের দৌড়ের ইতিহাসে এই প্রথমবারের মতো ২০০ কিলোমিটার দূরত্বের আলট্রা–ম্যারাথন আয়োজিত হলো।
আলট্রা–ম্যারাথনে বাছাইকৃত দেশি–বিদেশি প্রায় ৪০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন এবং রেস ট্র্যাকে তাঁদের সামগ্রিক সহায়তার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন। অংশগ্রহণকারীরা ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল এবং ২০০ কিলোমিটার– এই চারটি ক্যাটাগরিতে দৌড়ে অংশ নেন। ২০০ কিলোমিটার দৌড়ের শেষবিন্দুতে সর্বপ্রথমে পা রাখেন এ বি এম সিদ্দিকুল আবেদীন।