কক্সবাজারের ব্লু-ইকোনমি হাব হওয়ার বৈশিষ্ট্য আছে : ভূমিমন্ত্রী

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, কক্সবাজারের ব্লুইকোনমি (সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি) হাব হওয়ার বৈশিষ্ট্য রয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ অভিমত ব্যক্ত করেন।

সাইফুজ্জামান চৌধুরী আরো বলেন, কক্সবাজারে সিফুড কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা সম্ভব হলে হিমায়িত ও জীবন্ত মাছ, চিংড়ি এবং অন্যান্য সিফুড রপ্তানি আরো গতি লাভ করবে। এছাড়া, কক্সবাজার সদর, মহেশখালী, টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলায় চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন শেষ হলে তা কেবল কঙবাজার নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। খবর বাসসের।

মন্ত্রী আরো বলেন, সুনীল অর্থনীতিতে কক্সবাজারের সম্ভাবনার কথা মাথায় রেখেই সরকার সেখানে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করেছে। তিনি আরো বলেন, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আছে।

প্রসঙ্গত, বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্লুইকোনমি তথা সুনীল অর্থনীতি বাস্তবায়নের বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে ‘সমুদ্র সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করেছে। ইতোমধ্যে সরকার ব্লুইকোনমি বাস্তবায়নে বিবিধ পরিকল্পনাও গ্রহণ করেছে।

সভায় আরো উপস্থিত ছিলেন কঙবাজার(চকরিয়াপেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম, কঙবাজার(কুতুবদিয়ামহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ভূমি সচিব মো. খলিলুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীসহ ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও চিংড়ি চাষে সংশ্লিষ্ট অংশীজন।

পূর্ববর্তী নিবন্ধবাসচাপায় আহত কলেজছাত্রের মৃত্যু সড়কে সহপাঠীদের অবরোধ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ভিসানীতি বিএনপির জন্য বড় চাপ : তথ্যমন্ত্রী