কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে নৌকা ডুবে নিখোঁজ মো. বেলাল (২২) নামের অপর যুবকেরও লাশ উদ্ধার হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে শহরের ফিশারীঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত বেলাল শহরের নতুন বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বেলাল ও লালু নামের দুই ব্যক্তি নিখোঁজ হয়ে যান।
পরদিন সোমবার দুপুর দেড়টার দিকে নিখোঁজ মো. ইউনুস (৩৫) প্রকাশ লালুর মৃতদেহ এবং আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মো. বেলালের (২২) মৃতদেহ উদ্ধার হয়। মঙ্গলবার জোহরের নামাজের পর জানাযা শেষে তার লাশ দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ৩ জন বাসিন্দা শখের বশে নৌকা নিয়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান কিন্তু তাদের বহনকারী নৌকাটি নদীর মাঝ বরাবর যেতেই প্রবল স্রোতে ডুবে যায়। এসময় আব্দু শুক্কুর নামের একজন সাঁতার কেটে কূলে ফিরতে সক্ষম হলেও মো. ইউনুস ও মো. বেলাল নিখোঁজ হয়ে যান।










