কক্সবাজার শহর থেকে হাবিব উল্লাহ (২৫) নামের একজন রেমিটেন্স যোদ্ধা দীর্ঘ ৮ মাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি কক্সবাজার শহরের বদর মোকাম এলাকার হাজি আবদুল হকের ছেলে।
সৌদি আরব থেকে দেশে ফেরার মাত্র ১০ দিনের মাথায় গত বছরের ২১ অক্টোবর নিখোঁজ হন হাবিব উল্লাহ। সেই থেকে তার নব পরিণীতা স্ত্রী এবং মা-বাবা ও স্বজনরা নিখোঁজ রেমিটেন্স যোদ্ধাটির ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন।
স্থানীয়রা জানান, নিখোঁজ হাবিব উল্লাহ দীর্ঘ দিন ধরে সৌদি আরবে থাকেন। সেখানে তার পিতার রেখে আসা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন তিনি। গত বছর দেশে ফিরে তিনি স্থানীয় এক মেয়েকে বিয়েও করেন। এরপর বিয়ের মাত্র ২০ দিনের মাথায় তিনি আবারো সৌদি আরব চলে যান। পরে ৬ মাসের ছুটিতে গত বছরের ২১ অক্টোবর আবারো দেশে আসেন। দেশে ফেরার মাত্র ১০ দিনের মাথায় নিখোঁজ হন হাবিব উল্লাহ।
হাবিব উল্লাহর স্ত্রী রিপা মনি বলেন, “আমার হাতের মেহেদির দাগ না শুকাতেই স্বামীর এমন দুর্ঘটনা মেনে নিতে পারছি না। কেন এমন হলো ভাবলেই মাথায় আসমান ভেঙে পড়ার অবস্থা হয়।”
নিখোঁজ রেমিটেন্স যোদ্ধা হাবিবউল্লাহ’র পিতা হাজি আবদুল হক জানান, ২০২০ সালের ৩১ অক্টোবর সকালে হাবিব উল্লাহ’র ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে ফোন করে তার পূর্ব পরিচিত চট্টগ্রামের এক নারী জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার পুত্র হাবিবউল্লাহ’র কোনো খোঁজ মিলছে না কিন্তু তার পুত্রের নিখোঁজের কারণ জানতে ওই নারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জবাব দেন যে তার সাথে দেখা করার পর ওইদিন হাবিবউল্লাহ চলে এসেছে।
হাবিবউল্লাহকে উদ্ধারে পুলিশ, র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন নিখোঁজ যুবকের স্বজনরা।