কক্সবাজারে ৬ মামলায় আসামি দেড় হাজার, গ্রেপ্তার ৩৯

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:৪৬ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় কক্সবাজারে ৬টি মামলা রুজু করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ১৫২১ জনকে। তাদের মধ্যে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, গত ৬ দিনের সহিংস ঘটনায় পুলিশ ২টি মামলা দায়ের করেছে। তার মধ্যে একটি মামলায় ৩০০ জন এবং অপর মামলায় ৬০০ জন করে মোট ৯০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগ একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় ১৯৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া জেলা জাসদ অফিস ভাংচুরের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০৪২ জনকে আসামি করা হয়েছে। কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাকের উপর হামলার ঘটনায় ১৫৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। সর্বশেষ চকরিয়া থানায় সহিংসতার ঘটনায় ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আরও বলেন, ৬টি মামলায় এখন পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধ‘নাশকতায় জড়িতরা দেশের শত্রু’
পরবর্তী নিবন্ধছয়দিন পর সমুদ্রবন্দর থেকে নামল সতর্কতা সংকেত