কক্সবাজারে ৩২ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ

রামু-উখিয়া-টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৬ মে, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

তৃতীয় ধাপে ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে কক্সবাজারের তিন উপজেলারামু, উখিয়া ও টেকনাফের ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। গতকাল রোববার মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিনে স্বস্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী রয়েছেন।

বৈধ ঘোষিত প্রার্থী যারা : রামু উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, সিরাজুল ইসলাম ভুট্টো এবং মো. ইউসুফ। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, মোস্তাক আহমদ, নেজাম উদ্দিন, মো. আবদুল্লাহ ও কায়সার কামাল চৌধুরী শিমুল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি এবং সাবেক ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী।

উখিয়া উপজেলা : চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল উদ্দিন মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, উপজেলা জামায়াত নেতা গফুর উল্লাহ, মো. মামুনুর রশিদ ও গফুর মিয়া চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার ও সানজিদা আকতার নূরী।

টেকনাফ উপজেলা : চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, জেলা পরিষদ সদস্য জাফর আহমদ এবং দিদার মিয়া। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, সাবেক ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন ও আবু ছিদ্দিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাপজান আক্তার ও মর্জিনা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধহলফনামায় সম্পদে এগিয়ে মুজিব, বাড়িঘর নেই আবছারের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অভিযানেও বন্ধ হচ্ছে না পাহাড় কাটা