কক্সবাজার শহরের সাগরপাড়ের চারটি কটেজে অভিযান চালিয়ে ২১ জন যৌনকর্মীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ।
মাদক ও অসমাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে কক্সবাজার সদর থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে এ অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃতদের আজ শনিবার (৯ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গীয়াস জানান, শহরের কটেজ জোনের কয়েকটি কটেজে মাদক ও যৌন ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ চালানোর খবর পেয়ে তা বন্ধে পুলিশ ঐ অভিযান চালিয়েছে।
অভিযানে মিম কটেজ নামের একটি হোটেল থেকে ১৭ যৌনকর্মী সহ ৩০ জন, আমির ড্রিম প্যালেস থেকে ২ যৌনকর্মীসহ ১০ জন ও আজিজ গেস্ট ইন থেকে ২ যৌনকর্মীসহ ১২ জনকে আটক করা হয়েছে। এ হোটেল থেকে ৩৬০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
অভিযান চালানোর খবর পেয়ে অপর একটি কটেজ থেকে গোপন পথ দিয়ে যৌনকর্মীসহ অন্যরা পালিয়ে যায়।
ওসি জানান, অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর পর আজ শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, শহরের কটেজ জোনের বেশ কয়েকটি কটেজে মাদক ও যৌন ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। সেখানে শহরের অপরাধীরা আস্তানা গেড়ে ছিনতাই, মাদক ব্যবসা, পতিতা ব্যবসাসহ নানা অপরাধ চালিয়ে আসছিল। তারা অভিযান থেকে বাঁচার জন্য গোপন সুড়ঙ্গ পথও তৈরি করেছে।