কক্সবাজারে হোটেলে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরে স্কুলছাত্রীকে হোটেলে দুইদিন আটকে রেখে ধর্ষণের মামলায় হোটেলটির ব্যবস্থাপকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কঙবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, গতকাল সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন ও উত্তর নুনিয়াছড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার নজরুল ইসলামের ছেলে মো. কামরুল ইসলাম এবং ‘মমস্‌ গেস্ট হাউজের’
ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন। খবর বিডিনিউজের।
মামলা দায়েরের এক সপ্তাহ পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন গণমাধ্যমে গত রোববার খবর প্রচারিত হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে মো. আশিকসহ ৩/৪ জন যুবক জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত মমস্‌ গেস্ট হাউজে নিয়ে যায়। সেখানে দুইদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। এই অভিযোগে গত ১৮ ডিসেম্বর মেয়েটির বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে মামলা করেন।
ওসি মুনীর-উল-গীয়াস বলেন, সোমবার সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত এক আসামি শহরের উত্তর নুনিয়াছড়া এলাকায় আত্মগোপন অবস্থায় অবস্থান করছে খবরে পুলিশ অভিযান চালায়। এ সময় এজাহারভুক্ত ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি মতে ঘটনায় সহযোগিতাকারী হোটেল ব্যবস্থাপককেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধআয়ের ৮০ শতাংশ এফসিএতে ট্রান্সফার করতে পারবেন বিদেশিরা
পরবর্তী নিবন্ধআদালতে ঘটনার বর্ণনা ভিকটিম তরুণীর