কক্সবাজার শহরের কলাতলী মোড়ের সড়ক দুর্ঘটনায় আহত এডভোকেট ওসমান গনি (৪৭) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে শনিবার রাতের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। সর্বশেষ মৃত্যুবরণকারী ওসমান গনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য।
শনিবার রাত ১১টার দিকে শহরমুখী একটি মালবোঝাই ট্রাক শহরের কলাতলী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ওঠে গেলে ট্রাকচাপায় সড়কের পাশে পার্কিংরত ২টি সিএনজি, ১টি টমটম এবং ২টি ভাসমান দোকান দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ এবং ৯ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
সর্বশেষ রোববার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড. ওসমান গনি। তার বাড়ি চকরিয়ার বদরখালীতে। তার মৃত্যুর কথা নিশ্চিত করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী।
এর আগে শনিবার রাতে এ দুর্ঘটনায় মারা যান শহরের কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের বাসিন্দা মোমেনা খাতুনা (৭০) এবং ঢাকা উত্তরার শাহাদাত হোসেন। এই দুর্ঘটনায় আহত আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানায় পুলিশ।