কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে ঢাকার বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে সাগরে গোসল করতে নেমে ঢাকার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ফাতীন ইতমাম মাহমুদ (২৩) বলে জানা গেছে।
সৈকতের সি-গাল পয়েন্টে আজ শুক্রবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে নেমে এই শিক্ষার্থী ডুবে যান বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বিডিনিউজ
মাহমুদ ঢাকার মিরপুর ১২ নম্বরের ‘সি’ ব্লকের বাসপাড়া তৃতীয় কলোনির মাহমুদুল হোসাইনের ছেলে। ঢাকার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।
পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন বন্ধুদের বরাতে বলেন, “সকালে মাহমুদসহ একটি দল মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজার আসে। একটি হোটেল ওঠার পর বিকালে তারা সৈকতে ঘুরতে যান।”
তিনি বলেন, “মাহমুদসহ কয়েকজন বন্ধু সাগরে গোসল করতে নেমেছিলেন। এ সময় ভাটায় স্রোতের টানে মাহমুদ তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা পুলিশকে জানালে স্থানীয় লাইফ গার্ড কর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে পর্যটক সীমিত করে কক্সবাজারের পর্যটন শিল্পকে ধ্বংসের পরিকল্পনা হচ্ছে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার