কক্সবাজারে সমুদ্র দেখার গল্প ‘নীল জলের কাব্য’

| বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

নানা প্রতিকূলতার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে গতকাল চ্যানেল আইয়ে সংবাদ সম্মেলনে সিনেমাটির নির্মাতা শিহাব শাহীন বলেন, করোনার কারণে তিনবার ‘নীল জলের কাব্য’র শুটিং বন্ধ করতে হয়েছিল। শেষ পর্যন্ত কাজটা শেষ করে যে দর্শকের সামনে উপস্থিত করতে পারছি, এজন্য মেহজাবীনকে কৃতিত্ব দেব। কারণ এই প্রজেক্ট যেন হয়, তার পেছনে যদি একজন শেষ পর্যন্ত লেগে থাকে তাহলে সে মেহজাবীন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইস্পাহানি মির্জাপুর টি’র মহাব্যবস্থাপক ওমর হান্নান, সিনেমার অভিনয়শিল্পী নিশো ও মেহজাবীন এবং আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ। কক্সবাজার যাওয়া এবং সমুদ্র দেখার স্বপ্নের এক গল্প নিয়ে এই ওয়েব ফিল্ম। এই সিনেমার মাধ্যমে বহুদিন পর জনপ্রিয় জুটি নিশোমেহজাবীনকে আবারও দেখা যাবে পর্দায়।

ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ নিবেদন করছে ইস্পাহানি টি লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধ‘আমার নাম প্যালেস্টাইন’
পরবর্তী নিবন্ধদিদার বাদশার পালা