কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত মা-মেয়েরও মৃত্যু

ঈদগাঁও প্রতিনিধি | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৪:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টায় সংঘটিত দুর্ঘটনায় প্রথমে নিহত হন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইয়াছিন আহমেদ (৩৫) ও তার শিশু সন্তান ইয়াজান (৩)।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন ব্যারিস্টার ইয়াছিন আহমেদের স্ত্রী আলিফ লায়লা (৩০) এবং বোন সুমাইয়া (৩৩), মা সালমা আহমেদ (৬০)সহ আরও একজন।

সোমবার (২৫ আগস্ট) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া ও তার মা সালমা আহমেদেরও মৃত্যু হয়েছে।
এ নিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন মহাসড়কে। মারসা পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ছিল, আর প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষের পর প্রাইভেটকারটি খাদে পড়ে এবং গাড়িতে চাপা পড়া অবস্থায় একজন শিশু নিহত হয়।

তুলাতুলী ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে আরও চারজনের অবস্থা মুমূর্ষ ছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে কিছু সময় লেগেছে এবং দুর্ঘটনার পরও সঠিক উদ্ধার ও তদন্ত কার্যক্রম বিলম্বিত হয়েছে।

এ ঘটনায় নিহত চারজন একই পরিবারের সদস্য, এবং গুরুতর আহতদের চিকিৎসা এখনও কক্সবাজার সদর হাসপাতালে চলছে।

পূর্ববর্তী নিবন্ধপারিবারিক দন্ধের জেরে ১৮ মাসের শিশুকে অপহরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আইনজীবী হত্যায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ