কক্সবাজারে শুরু হয়েছে অলিম্পিক গেমস ২০২৪ এর বীচ ভলিবলের দুটি ইভেন্টের জোনাল বাছাই পর্ব। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শুরু হয়েছে এই দুটি প্রতিযোগিতা। প্রতিযোগিতাগুলো হলো– ‘বঙ্গবন্ধু এভিসি বিচ কন্টিনেন্টাল কাপ ফেস ওয়ান (ম্যানস–ওম্যানস) ২০২৩’ এবং ‘বঙ্গবন্ধু কাভা বিচ ভলিবল (ম্যানস–ওম্যানস)’।
গতকাল শুক্রবার উদ্বোধনী ম্যাচে মহিলা বিভাগে কিরগিস্তান ২–১ সেটে ভারত মহিলা দলকে হারায়। অন্যদিকে পুরুষ বিভাগের ম্যাচে ভারত সরাসরি ২–০ সেটে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে।
গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের কলাতলীর ডিভাইন পয়েন্টে আন্তর্জাতিক বিচ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম।
আন্তর্জাতিক বিচ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট রিজিয়নের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ–সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খসরু চৌধুরী, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বী, মিডিয়া কমিটির সম্পাদক সামসুল হাসান মীরন, টেকনিক্যাল ডেলিগেট ভারতের শ্রীনিবাস উপস্থিত ছিলেন।