কক্সবাজারে বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বিচ তায়কোয়ানডো গতকাল কক্সবাজারে শুরু হয়েছে। কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে গতকাল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মামুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাজাহান আলী, ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর হেড অব ডিপার্টমেন্ট (স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল-বিন আনোয়ার, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সুমন দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্লাব থেকে ১৮০ জন তায়কোয়ানডো খেলোয়াড় বয়সভিত্তিক পুমসে ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে। আজ প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম এম পি।

পূর্ববর্তী নিবন্ধশেরশাহ্‌ ফকির পাড়া রেনেসাঁ সংঘ আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধআল্লামা মোঃ ইকবাল স্মৃতি সংসদের পরিচালনা কমিটি গঠন