কক্সবাজারে প্রতিপক্ষের মারধরে আহত যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১০:৩৭ অপরাহ্ণ

কক্সবাজার সদরের খরুলিয়ায় চার দিন আগে প্রতিপক্ষের মারধরে আহত জামাল উদ্দিন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবক মো. জামাল উদ্দিন ওই এলাকার ফজল কবিরের ছেলে।
স্থানীয় চেয়ারম্যান টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৮ জুলাই রাতে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী জামালের ওপর আক্রমণ করে তাকে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে সদর হাসপাতালে আনার পর পরদিন তাকে নেয়া হয় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে।
রোববার তাকে চট্টগ্রাম থেকে আবারো কক্সবাজার সদর হাসপাতালে এনে ভর্তির পর সেখানে আজ সোমবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন জামাল উদ্দিন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, খবর পেয়ে পুলিশ নিহত জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধতাপপ্রবাহ আরো কয়েকদিন