বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনদিনের সফরে কক্সবাজার এসেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় পৃথক হেলিকপ্টারযোগে তাঁরা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁদেরকে স্বাগত জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। ড. বেনজীর আহমেদ গতকাল রোববার কক্সবাজারের বিভিন্ন পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। তিনি দুপুরে কক্সবাজার পুলিশ অফিসার্স মেসে পুলিশ কর্মকর্তাদের সাথে এবং রাত ৮ টায় কক্সবাজারে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। ড. বেনজীর আহমেদ আজ সোমবার উখিয়া এপিবিএন পুলিশ ক্যাম্প ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি ২৭ জুলাই সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।