কক্সবাজার শহরের গোলদিঘী পুকুরে ডুবে আমির হাসান (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে পাহাড়তলি রহমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। আমির কক্সবাজারের পাহাড়তলির বাসিন্দা হাজী আজিমুল্লাহ মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমির হাসান অন্যান্য বন্ধুদের সঙ্গে গোলদিঘীর পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় সবার অগোচরে সে পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার খোঁজ না পাওয়ায় অন্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমিরের ভাই আমির আহমেদ জানান, ঘটনার কিছুক্ষণ আগে তার ভাই বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে খুব বেশি চিন্তিত হননি, তবে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুর খবর পেয়ে পরিবার শোকস্তব্ধ হয়ে পড়ে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগে মাদ্রাসা ছাত্রটির মৃত্যু হয়। তার মরদেহ মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।