কক্সবাজারে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরে পুকুরে ডুবে মারুফুল ইসলাম মাহির (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শহরের বাজারঘাটা পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী কক্সবাজার সিটি কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার আবদুল মালেকের ছেলে। মাহিরের বন্ধু ইয়াছরিফ রশিদ তামিম জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে তারা ৯ বন্ধু ফুটবল খেলে এসে বাজারঘাটা পুকুরে গোসলে নামে।

গোসল শেষে পুকুর থেকে ওঠে আসার পর তারা মাহিরের অনুপস্তিতি লক্ষ্য করে। পরে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে দমকলকর্মীদের খবর দেয়। ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর বিকাল ৩টার দিকে দমকলকর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বন্যার্তদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন
পরবর্তী নিবন্ধপরিবারের তিন সদস্যসহ করোনায় আক্রান্ত সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী