কক্সবাজারে ফের ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে। সেই সাথে বাড়ছে মৃত্যুর হারও। আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার মৃত্যু হয় এক স্কুল ছাত্রের। তার নাম তানভীর আহমদ (১৪)। সে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ও কক্সবাজার শহরের পাহাড়তলী ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে। আব্দুর রহিম কক্সবাজার মহিলা কামিল মাদ্রাসার শিক্ষক। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আশিকুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র তানভীরের মৃত্যু হয়েছে।
তানভীরের চাচা ও যুবদলের কক্সবাজার পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জানান, গত সোমবার গায়ে জ্বর অনুভূত হওয়ায় তার ভাইপো তানভীরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। মঙ্গলবার দুপুরের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টায় তানভীর মারা যায়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোমিনুর রহমান জানান, এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৩ জন ডেঙ্গুরোগী। সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, কক্সবাজারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বর্ষাকালে চিপসের প্যাকেটসহ প্লাস্টিকের নানা বর্জ্যে পানি জমে থাকে। আর এই প্যাকেটগুলোই এডিস মশা প্রজননের অভয়ারণ্য হয়ে ওঠেছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য না ফেলা, ঘরের আশেপাশে পরিষ্কার রাখা ও রাতের বেলায় ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন।