ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিলার সম্মেলন কক্সবাজারের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আজিম আলীর সভাপতিত্বে ডিলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক পারভেজ। বিশেষ অতিথি ছিলেন পরিচালক লায়ন মো. হাকিম আলী। প্রধান অতিথি বলেন, ‘নিরাপদ নির্মাণে ভালো সিমেন্টের কোনো বিকল্প নেই। আর তাই আমরা সব সময়ই আমাদের গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের সিমেন্ট তুলে দিয়ে থাকি। আমাদের উৎপাদিত সিমেন্ট নিয়ে আমাদের বক্তব্য হলো,‘আমরা পণ্যের সহজলভ্য ও গুণগতমানে বিশ্বাসী’। সভাপতির বক্তব্যে আজিম আলী বলেন, ‘নির্মাণের গুণগত মানের জন্য সিমেন্ট একটি অত্যাবশ্যকীয় উপাদান। তাই ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের সিমেন্ট পৌঁছে দেওয়ার জন্য আমরা সব সময়ই অঙ্গীকারবদ্ধ। আমাদের সিমেন্টের উৎপাদনব্যবস্থা থেকে শুরু করে কোয়ালিটি, সবই আন্তর্জাতিক মানের এবং সিমেন্ট উৎপাদনে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড সব সময়ই কঠোরভাবে মেনে চলি। এভাবেই আমরা ডায়মন্ড সিমেন্টকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতায়। লায়ন মো. হাকিম আলী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করার আহবান জানান। ডিলার সম্মেলনে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শতাধিক ডিলার উপস্থিত ছিলেন। জেলা ভিত্তিক তিনজন করে সেরা বিক্রেতা পুরস্কার প্রদান করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন,ডায়মন্ড সিমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার, বিএমসি পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল জুনায়েদ, জিএম এবিএম কামাল উদ্দিন, সিনিয়র ডিজিএম আরিফুল ইসলাম, হেড অফ সেলস এন্ড মার্কেটিং আবদুর রহিম, এজিএম কামরুজ্জামান, শরিফুল ইসলাম চৌধুরী, মকবুল খন্দকার, ম্যানেজার মো. আমান উল্লাহ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।