কক্সবাজারে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলাচল শুরু

টিকিট অনলাইনেই শেষ, প্রয়োজনে অতিরিক্ত বগি সংযোজন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটিতে কক্সবাজারগামী পর্যটকদের চাপ সামলাতে ঢাকাকক্সবাজার রুটে গতকাল থেকে চালু হয়েছে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। টিকিট ওপেন হওয়ার সাথে সাথেই অনলাইনেই শেষ হয়ে গেছে সব টিকিট। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকাকক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকাচট্টগ্রাম রুটে ১ জোড়া ট্রেন চলবে।

রেলওয়ে সূত্র বলছে, চাহিদা বিবেচনায় এই ট্রেনগুলোর যাত্রার একদিন আগে এক্সট্রা বগি সংযোজন করা হবে এবং টিকেট অনলাইন ও কাউন্টারে পাওয়া যাবে।

এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অফিসআদালত টানা ৪ দিন বন্ধ থাকবে। লম্বা ছুটিতে কক্সবাজারগামী পর্যটকদের সুবিধার্থে ঢাকাকক্সবাজার রুটের পাশাপাশি ঢাকাচট্টগ্রাম রুটেও বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল চট্টগ্রামঢাকা রুটে স্পেশাল ট্রেনটি দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছে। একই দিন রাতে কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল১০০২’ ছাড়ে রাত সাড়ে ১০টায়। ট্রেনটি ১ অক্টোবর ভোর ৬টা ৫০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। ১ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল১০০১’ বেলা সাড়ে ১১টায় ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাত সাড়ে ১০টায় আবার ঢাকা থেকে আরেকটি ট্রেন ছাড়বে, যা ২ অক্টোবর ভোরে কক্সবাজার পৌঁছাবে।

তবে ২ অক্টোবর এই ট্রেন চলাচল করবে না। আবার ৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল১০০১’ এবং রাতে ঢাকা থেকে কক্সবাজারে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল১০০২’। এরপর ৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকায় যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল১০০১’। রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।

প্রতিটি বিশেষ ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা থাকবে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতো।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে ট্রেন। তাই কক্সবাজারগামী পর্যটকদের চাপ সামাল দিতে ঢাকাকক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তঃনগরের মতো সব ধরনের সুযোগসুবিধা থাকবে। যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, পূজা ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের চাপ সামাল দিতে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ১৮টি কোচ নিয়ে আজ (গতকাল) থেকে স্পেশাল ট্রেন যাত্রা করেছে। প্রথম দিন চট্টগ্রাম থেকে, এরপর ঢাকাকক্সবাজার রুটে এ স্পেশাল ট্রেন চলাচল করবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে কে কী বললেন
পরবর্তী নিবন্ধযে পাঁচ প্রশ্নের জবাব নেই