কক্সবাজারে টমটম গ্যারেজে ডাকাতি, ৪০টি ব্যাটারি ও আইপিএস লুট

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৬:৫৫ অপরাহ্ণ

শহরের একটি টমটম গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ১টি আইপিএস ও ৪০টি ব্যাটারীসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।

আজ মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টেকপাড়া মাঝের ঘাট এলাকার এনাম ও ডালিমের মালিকানাধীন গ্যারেজে এই ডাকাতি সংঘটিত হয়।

গ্যারেজে থাকা চালকেরা জানান, রাত ৩টার দিকে মূল ফটকের তালা কেটে একদল ডাকাত গ্যারেজে ঢুকে পড়ে। গ্যারেজে তখন ৩ জন ড্রাইভার গভীর ঘুমে আচ্ছন্ন। ডাকাত দলের সদস্যরা সবাইকে ঘুম থেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে সবার হাত-মুখ বেঁধে ৪০টি টমটমের ব্যাটারি, ১টি আইপিএস ও মোবাইল নিয়ে যায়।

আরেক ড্রাইভার জানান, বন্দুক ও ছুরা তাঁরা ৪ জন ছিল। বাইরে গাড়ি নিয়ে আরও কয়েকজন অপেক্ষা করছিল। সবাইকে বেঁধে রেখে ব্যাটারী ও আইপিএস নিয়ে সটকে পড়ে।

গ্যারেজের মালিক ডালিম জানিয়েছেন, ভোরে বিষয়টি তাঁকে জানানো হয়। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে শিগগিরই ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩ মামলা, গ্রেফতার ১৫
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় জলপাই খেতে গিয়ে ডাল ভেঙে যুবকের মৃত্যু