কক্সবাজারের হোটেল মোটেল জোনের বেশ কয়েকটি কটেজ ও রিসোর্টে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণাসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। অভিযানে শহরের লাইট হাউজ পাড়ার একটি কটেজ থেকে ২৫ নারী–পুরুষকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম এই অভিযান চালায়। গতকাল শনিবার বেলা ১২টায় প্রেস ব্রিফিংয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কিছু হোটেল ও কটেজে দিন দুপুরে চলছে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণাসহ অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। যার প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার লাইট হাউজ পাড়ার কটেজ জোন এলাকা থেকে ৯ জন নারী এবং ১৬ জন পুরুষসহ মোট ২৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশ।