কক্সবাজারে এমবিএ এসোসিয়েশনের গ্র্যান্ড কনভেনশন ও রিইউনিয়ন

| শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

এমবিএ অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অফ চিটাগং গত ৭ ও ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কনভেনশন ও ফ্যামিলি রিইউনিয়নের আয়োজন করে। দুই দিনব্যাপী এ মিলনমেলায় ৪০০ ও অধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার অংশ নেন, যেখানে নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং সামাজিক দায়বদ্ধতার অনন্য মেলবন্ধন ঘটে। অনুষ্ঠানের সূচনা হয় বিচ র‌্যালি ও সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান দিয়ে, যা অ্যাসোসিয়েশনের পরিবেশবান্ধব মানসিকতার প্রতিচ্ছবি। এই উদ্যোগের অংশ হিসেবে অ্যালামনাই সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করে তা পর্যটন পুলিশের কাছে হস্তান্তর করেন, যা কক্সবাজারকে আরও পরিচ্ছন্ন ও সবুজ রাখতে সহায়তা করবে। খেলাধুলা, ডিজিটাল র‌্যাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার, সাংস্কৃতিক সন্ধ্যায় জনপ্রিয় শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স আর বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান এই অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন, যেখানে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিনের দিকনির্দেশনামূলক বক্তব্য সবাইকে অনুপ্রাণিত করে। তিনি পেশাগত উৎকর্ষতা, নেতৃত্ব বিকাশ এবং অ্যালামনাই সংযোগ দৃঢ় করার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ এন এম ওয়াজেদ আলী, ইভেন্ট জয়েন্ট কনভেনর মোতাসেম বিল্লাহ, কনভেনর ওবায়দুর রহমান ফারুকী এবং অধ্যাপক ড. আনোয়ারুল কবির রুমি। অনুষ্ঠানের সমাপ্তিতে সংগঠনের প্রেসিডেন্ট মো: আবু সাঈদ চৌধুরী আয়োজনের সাফল্যের জন্য সংগঠক, অতিথি, অংশগ্রহণকারী, স্পন্সর, বিজ্ঞাপনদাতা এবং সহযোগীদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কনভেনশনের অন্যতম প্রধান অর্জন ছিল পরবর্তী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন। নির্বাচন কমিশনার সরদার মোহাম্মদ জোবায়েরের তত্ত্বাবধানে নির্বাচিত হন প্রেসিডেন্ট মো: আবু সাঈদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, এনামুল হক টিটু, সাইফুল হক ভূঁইয়া, এ এন এম ওয়াজেদ আলী, জেনারেল সেক্রেটারি মোতাসেম বিল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি শাহ্‌ মীর মুনিরীয়া দরবারে ওরশ কাল
পরবর্তী নিবন্ধরোববার চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা