কক্সবাজারে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস

| বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩৫ অপরাহ্ণ

ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও বর্ণাঢ্য আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নুনিয়ারছড়া তিন রাস্তার মোড় থেকে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সভাপতি পৌর মেয়র মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চিশতীর নেতৃত্বে বের করা হয় পবিত্র জশনে জুলুসের র‌্যালি।

ভোর সকাল থেকে সাদা ও সবুজ পায়জামা-পাঞ্জাবি এবং পাগড়ি পরে জশনে জুলুসে যোগ দিতে ছুটে আসে শিশু থেকে শুরু করে হাজার ধর্মপ্রাণ মুসলমান। সবার হাতে শোভা পায় ধর্মীয় পতাকা, প্লেকার্ড, পেস্টুন ও ব্যানার। বর্ণিলভাবে সাজানো হয় র‌্যালিতে অংশ নেয়া যানবাহন।

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয় প্রায় ৩০ হাজার নবী (স.) প্রেমী। র‌্যালির শুরু থেকে শেষ পর্যন্ত সকলের মুখে মুখে ছিল রাসুল (স.) এর প্রতি দরূদ পাঠ।

পরে আলহাজ্ব নুরুল ইসলাম চিশতির বাড়িতে মিলাদ, মোনাজাত ও তবররুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ঈদে মিলাদুন্নবী (সঃ) এর কর্মসূচি।

আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পৌর মেয়র মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চিশতি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) (৫৭০-৬৩২ খ্রি.) ছিলেন মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয় মহান উদার, বিনয়ী ও নম্র ব্যক্তিত্ব। তিনি উত্তম চরিত্র ও মহানুভবতার একমাত্র আধার।

প্রিয় নবীর শুভাগমন উপলক্ষ্যে বর্ণিলভাবে সাজানো হয় পর্যটন নগরী কক্সবাজার শহর।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পর্যটন মেলার দ্বিতীয় দিনে টুয়াকের রোড শো
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা