কক্সবাজারে ১৯ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় সৈয়দুল হক নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক নিশাত সুলতানা এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া এলাকার বাসিন্দা।
মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে দায়ের হওয়া মামলায় আসামির কাছ থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার হয় বলে অভিযোগ আনা হয়। মামলার তদন্ত ও বিচার কার্যক্রম শেষে গতকাল এই রায় ঘোষণা করা হয়।