কক্সবাজারে আগুনে ২১ দোকান পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৩:২০ অপরাহ্ণ

কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে আগুনে ২১টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২১টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ‘খরুলিয়া গরু বাজারের পূর্ব অংশের আমিন মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও টিনের বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

পূর্ববর্তী নিবন্ধস্যালাইনের ব্যাগে চোলাই মদ, রাঙামাটিতে নারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধউখিয়ায় আলোচিত সৈয়দ করিম হত্যাকাণ্ড : ঘাতক চাচাতো ভাই গ্রেফতার