কক্সবাজারে আ. লীগ নেতাকে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর গুলিবর্ষণের অভিযোগে মোশারফ হোসেন সিকদার নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকা থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। আটক মোশারফ হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক সাগর উর ইসলাম জানান, আন্দোলন চলাকালে কক্সবাজার শহরে এসে লাইসেন্সকৃত একটি বিদেশি বন্দুক দিয়ে ছাত্রজনতার উপর গুলিবর্ষণ করে মোশারফ সিকদার। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ রয়েছে। আন্দোলনের পর থেকে তিনি পলাতক ছিলেন। সমপ্রতি তিনি কক্সবাজার শহরে এসে ঘুরাফেরার খবর পায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঝাউতলা হোটেল সাগর গাঁওয়ের সামনে অবস্থান করা খবর পেয়ে শিক্ষার্থী গিয়ে তাকে আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, আটক মোশারফ হোসেন সিকদারকে জুলাই আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপিএবি সড়কে আহত ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজানে অরাজক পরিস্থিতি যে কারণে