কক্সবাজার সদরের ভারুয়াখালী থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোহাম্মদ বাবুল (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ভারুয়াখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বেলা ২ টার দিকে সদর থানায় এক সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার মোহাম্মদ বাবুল কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকার বাসিন্দা। তার কাছ থেকে দেশীয় তৈরি ৩টি বন্দুক ও ৯৮টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মোহাম্মদ বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, হত্যা, অস্ত্র ও জবরদখলসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন পলাতক ছিল।
তিনি বলেন, শহরতলীর লিংকরোড এলাকায় ৩ জন ব্যক্তি অস্ত্র কেনাবেচা করছে–এমন খবরের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ভারুয়াখালী বাজার এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ওয়ার্কশপের ভিতর থেকে ৩ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়। এই ঘটনায় গ্রেপ্তার বাবুলকে প্রধান আসামি এবং অপর দুইজনকে পলাতক আসামি করে থানায় মামলা করা হয়েছে বলে জানান মো. মিজানুর রহমান।