পরিবার নিয়ে কক্সবাজার ঘুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরে গেছেন তিনি। গত শুক্রবার পরিবার নিয়ে কক্সবাজার যান মির্জা ফখরুল। রাজনৈতিক কর্মসূচি নয়; অবকাশ যাপনে তিনি কক্সবাজার যান বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। তাই নেতাকর্মীদের ভিড় এড়াতে মেরিন ড্রাইভ সড়কের ইনানীর একটি হোটেল উঠেন বিএনপির এই শীর্ষ নেতা।
ইনানীতে শুক্রবার রাতযাপন করে শনিবার সকালে টেকনাফের উদ্দেশে যান মির্জা ফখরুল। এর আগে ইনানীর হোটেলে তাকে স্বাগত জানাতে ভিড় করে নেতাকর্মীরা। ইনানী থেকে বিশাল গাড়ির বহর নিয়ে টেকনাফের উদ্দেশ্যে যান তিনি। সেখানে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। টেকনাফে সীমান্ত এলাকা, সমুদ্র সৈকত, শাহপরীর দ্বীপসহ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখেন বিএনপি মহাসচিব। কক্সবাজার সফরে মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া টেকনাফে সফরকালে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহসহ সিনিয়র নেতৃবৃন্দ মির্জা ফখরুলকে স্বাগত জানান এবং তার সাথে ঘুরে বেড়ান। সফরকালে মির্জা ফখরুল যেকোনও ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, এটি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশ যাপনে এসেছেন। দুই দিনের সফর শেষে শনিবার (গতকাল) সন্ধ্যা ৭টার ফ্লাইটে ঢাকায় ফিরে যান তিনি।