কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে ডুবে ইকবাল হোসেন (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটক ইকবাল গাজীপুরের টঙ্গী এলাকার মিন্নত আলীর ছেলে। তার মরদেহ সোমবার রাতে কক্সবাজার থেকে টঙ্গীতে নিয়ে যাওয়া হয়েছে।

জেলা প্রশাসনের বিচ কর্মী মাহবুব আলম জানান, ইকবাল হোসেন পরিবার পরিজন নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন এবং সোমবার সকাল ১১টার দিকে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরের অগভীর পানিতে গোসল করতে নামেন। এক পর্যায়ে ইকবাল পানিতে ডুবে যান। খবর পেয়ে লাইফ গার্ড কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত ইকবাল হোসেনের মেয়ে সিরাজুম মনিরা (২০) বলেন, বাবা হাঁটু পানিতে গোসল করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পানিতে ডুবে যান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা

(আরএমও) আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই পর্যটক ইকবাল হোসেনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কঙবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, সাগরে ডুবে মারা যাওয়া পর্যটক ইকবালের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য তার ছেলে মনোয়ার হোসেন বাপ্পু জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেছেন এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে। এরপর রাত ৯টার দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজলকদর খালে ব্রিজের ভাঙা পাটাতন, বোট চলাচলে বিপত্তি
পরবর্তী নিবন্ধবানি আমিন ভেবেছিলেন তুচ্ছ ঘটনা, এখন দুঃখিত