সামুদ্রিক জোয়ারের সাথে কক্সবাজার সৈকতে মাঝেমধ্যেই ভেসে আসে নানা সামুদ্রিক প্রাণীর মৃতদেহ। আর এবার ভেসে এল মরা পরপইস। গতকাল বুধবার বিকালে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটি ভেসে আসে। খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মৃত প্রাণীটি সংগ্রহ করে ময়না তদন্ত করেন এবং এর মিউজিয়াম এ সংরক্ষণ করেন বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক প্রফেসর ড. তৌহিদা রশীদ।
তিনি জানান, মৃত পরপইস বা শুশুকটি ওজনে মাত্র ৩.৮৮ কেজি। এটি একটি সদ্য প্রসবকৃত বাচ্চা পরপইস হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির (ডাব্লিউসিএস) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাহাঙ্গীর আলম জানান, তাদের সংস্থার সর্বশেষ জরিপে বঙ্গোপসাগরে মোট ১৩ জাতের সিটাসিয়ান বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৮ প্রজাতির ডলফিন, ৪ প্রজাতির তিমি ও মাত্র এক প্রজাতির পরপইস রয়েছে।