কক্সবাজার সৈকত থেকে অপহৃত শিশু চকরিয়ায় উদ্ধার

অপহরণকারীকে গণপিটুনি

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে আবু তালেব নামের আট বছরের এক শিশুকে ফুসলিয়ে মহেশখালীতে অপহরণ করছিল মো. জসীম উদ্দিন (৩৮) নামের এক ভ্যানচালক। পরে স্থানীয় জনতার সহায়তায় শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে জনরোষ থেকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা স্টেশনে। এ ঘটনায় শিশুর ভিক্ষুক বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা রুজু করেন। গতকাল বুধবার শিশুটিকে আদালতের মাধ্যমে বাবার কাছে হস্তান্তর এবং অপহরণকারী জসীমকে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। অপহরণকারী জসীম মহেশখালী পৌরসভার গোরকঘাটার ঘোনাপাড়ার নূর আহমদের ছেলে।
পুলিশ জানায়, শিশুটিকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গাড়িতে তুলে মহেশখালী নিয়ে যাচ্ছিল অপহরণকারী ভ্যানচালক জসীম উদ্দিন। পথিমধ্যে যাত্রীবাহী বাস থেকে চকরিয়ার ডুলাহাজারা স্টেশনে নামানোর পর শিশুটি চিৎকার দিলে স্থানীয় জনতার সন্দেহ হয়। বিষয়টি আঁচ করতে পেরে অপহরণকারী জসীমকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় অপহরণের হাত থেকে শিশুটিকে উদ্ধার থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপহরণ, নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করেন শিশুর ভিক্ষুক বাবা নূর মোহাম্মদ।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অপহরণের সময় শিশুটিকে স্থানীয় জনতার উদ্ধার এবং অপহরণকারীকে আটক করা হয়। পরে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা রুজু করে। আদালতে উপস্থাপনের পর শিশুটিকে বাবার কাছে হস্তান্তর এবং অপহরণকারীকে জেলহাজতে প্রেরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পকে ছাপিয়ে ভোটারদের পছন্দের প্রার্থী ‘লড়াকু’ জো বাইডেন
পরবর্তী নিবন্ধব্যারিস্টার রফিক উল হক ‘লাইফ সাপোর্টে’