সড়ক নিরাপদ করার লক্ষ্যে পরিচালিত অভিযানে গতকাল ২৮টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সময় ২৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করে তাৎক্ষণিকভাবে ৭৭ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিআরটিএ চট্টগ্রামের চট্ট মেট্রো –২ সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, মোহাম্মদ মেহেদী ইকবাল, বেঞ্চ সহকারী আল–ফরহাদ ও এমিল চাকমা উপস্থিত ছিলেন। সাতকানিয়া থানা পুলিশ অভিযানে সহায়তা প্রদান করে।
অভিযানে রেজিস্ট্রেশনবিহীন একটি, ফিটনেসবিহীন ছয়টি, ট্যাঙ টোকেনবিহীন তিনটি, রুট পারমিটবিহীন আটটি, লাইসেন্সবিহীন আটটি, হেলমেটবিহীন ও হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হয়েছে।